বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

জামালপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



জামালপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে এগারোটা দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। অভিযানে ইসলামপুর থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান শেষে জব্দকৃত ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল রাত ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে প্রকাশ্যে বিনষ্ট করা হয়। জব্দকৃত এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, “দেশীয় মাছ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ২২:৩১:৫১   ২৮৬ বার পঠিত