নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোতে হবে যুবকদের: জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোতে হবে যুবকদের: জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোতে হবে যুবকদের: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে যুব কল্যাণ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যুবকরা চ্যালেঞ্জ নেবে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেবে। প্রতিকূল অবস্থায়ও কিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করা যায়, তা যুব সমাজ জানে। তাদের শক্তি ও তেজ দিয়েই আমাদের উন্নয়নের পথে বিশ্বে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সংগঠনকে সহায়তা করা হচ্ছে, কিন্তু আগের ধাঁচের কর্মসূচি—যেমন নকশিকাঁথা, হাঁস-মুরগি পালন—এসব থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুনত্ব আনতে হবে। যদি আমরা নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে এগোতে না পারি, তাহলে বিশ্বের অগ্রগতির সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না।”

জেলা প্রশাসক আরও বলেন, “যদি আমাদের মধ্যে ইচ্ছাশক্তি থাকে, তাহলে এই সামান্য অর্থ দিয়েও সুন্দর পরিকল্পনার মাধ্যমে বড় কিছু করা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ১২টি যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে একটি বিশেষ সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সিটি প্রেস ক্লাবকে দুটি ডেস্কটপ কম্পিউটার এবং একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৬   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোতে হবে যুবকদের: জেলা প্রশাসক
দরিদ্র দুই প্রমিলা ফুটবলারের পাশে দাড়ালেন ডিসি জাহিদুল
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
প্রশিক্ষণ নিলেন সরিষাবাড়ীর পাট চাষীরা
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!
নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরের ফাঁসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ