![]()
নারায়ণগঞ্জে যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে যুব কল্যাণ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যুবকরা চ্যালেঞ্জ নেবে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেবে। প্রতিকূল অবস্থায়ও কিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করা যায়, তা যুব সমাজ জানে। তাদের শক্তি ও তেজ দিয়েই আমাদের উন্নয়নের পথে বিশ্বে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন সংগঠনকে সহায়তা করা হচ্ছে, কিন্তু আগের ধাঁচের কর্মসূচি—যেমন নকশিকাঁথা, হাঁস-মুরগি পালন—এসব থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুনত্ব আনতে হবে। যদি আমরা নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে এগোতে না পারি, তাহলে বিশ্বের অগ্রগতির সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না।”
জেলা প্রশাসক আরও বলেন, “যদি আমাদের মধ্যে ইচ্ছাশক্তি থাকে, তাহলে এই সামান্য অর্থ দিয়েও সুন্দর পরিকল্পনার মাধ্যমে বড় কিছু করা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ১২টি যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে একটি বিশেষ সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সিটি প্রেস ক্লাবকে দুটি ডেস্কটপ কম্পিউটার এবং একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৬ ১২ বার পঠিত