![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া বেপারী পাড়া এলাকার বাসিন্দারা রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। (বিআরএস) নকশায় ১২ ফুটের রাস্তা চিহ্নিত থাকলেও বাস্তবে ভাঙন ও দুই পাশের দখলদারির কারণে আজ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি কার্যত বিলীন হওয়ার পথে।
স্থানীয় সূত্রে জানা যায়, নকশায় রাস্তার অস্তিত্ব থাকলেও দীর্ঘদিনের সংস্কারের অভাব, এলাকার প্রভাবশালীদের পুকুরের ভাঙ্গন এবং রাস্তার দুই পাশে অবৈধভাবে দখল করে বাড়ীঘর গড়ে ওঠায় ১২ ফুটের রাস্তাটি এখন সংকুচিত হয়ে ৪ ফুটে পরিণত হয়ে যানবাহন চলাচলসহ জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-জলে একাকার হয়ে যায় পুরো এলাকা।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি চরমে।
অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া বা গর্ভবতী নারীদের স্থানান্তরে তীব্র অসুবিধা সৃষ্টি হয়েছে। অসুস্থদের সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় ঝুঁকি বাড়ছে। বৃষ্টি-বাদলের দিনে শিশুরা স্কুলে যেতে পারে না, ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। রাস্তা খারাপ হওয়ার কারণে এলাকার ছেলেমেয়েদের বিয়ে-সাদি দিতেও সমস্যা পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
গরীব ও অসহায় ভ্যান এবং অটোচালকেরা তাদের যানবাহন বাড়িতে নিয়ে যেতে পারেন না, যা তাদের জীবিকা নির্বাহে সরাসরি প্রভাব ফেলছে।
প্রশাসনের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন
এলাকাবাসী এই মারাত্মক জনদুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছেন। তারা চান, দ্রুত নকশা অনুযায়ী রাস্তাটি পুনরুদ্ধার ও সংস্কার করে জনচলাচলের উপযোগী করে তোলা হোক, যাতে বালিয়া বেপারী পাড়ার মানুষ একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৮ ৩৫ বার পঠিত