
রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া এইচ কে ব্যানার্জি রোড থেকে শুরু করে কালীর বাজার এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
গণসংযোগ চলাকালে স্লোগানে মুখর ছিল এলাকাটি— “হিন্দু মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই”, “হিন্দু মুসলিম ভাই ভাই, মাসুদ ভাইয়ের পক্ষে ভোট চাই”, “মাসুদ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।”
গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা কাজ করছি। মাসুদ ভাই ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী।”
তিনি আরও বলেন, “বিভিন্ন গুপ্ত স্বৈরাচার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা জনগণকে সম্পৃক্ত করছি। দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেন বিভ্রান্তি না ছড়ায়— সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
আনোয়ার হোসেন আনু বলেন, “নারায়ণগঞ্জের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাসুদুজ্জামান মাসুদ কাজ করছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সরকার আলম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর মাদবর, মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, তারেক জিয়া পরিষদের সহসভাপতি মোশাররফ হোসেন, নাসিক ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. দেলোয়ার, মো. শাহজাহান, মিন্টু, শামীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪৫:২০ ৬ বার পঠিত