দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে নয়াদিল্লির লালকেল্লা এলাকায় পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। খবর : এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি তীব্র বিস্ফোরণ ঘটে।
এ সময় অন্তত আটজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল, আশপাশের ৩ থেকে ৪টি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এছাড়া আরেকটির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার এবং একজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধান করছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৪৩   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ