মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



সীমানা নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৩০টি মামলা আছে এবং সীমানা জটিলতায় প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলে।

বাগেরহাটের সংসদীয় ৪টি আসন নিয়ে আপিলে যাবে কী না কমিশন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা সিদ্ধান্ত হবে আদালতের রায় হাতে পাওয়ার পর।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রচারণাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না প্রার্থীরা।

গণভোট নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। তবে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই সংলাপ করতে চায় ইসি।

সব রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিবে বলেও মনে করেন ইসি সচিব।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪২   ৬৪ বার পঠিত