মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করার অপরাধে চারটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আড়াই রশি, চার রশি এবং সাড়ে সাত রশি এলাকায় অবস্থিত বেকারিগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি ও কেক তৈরি করছিল। মোড়কে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখও উল্লেখ করা হয়নি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া কালের কণ্ঠকে বলেন, ‘নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অপরাধে চার বেকারিকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫২   ৭২ বার পঠিত