![]()
জেলার চিরিরবন্দর উপজেলায় ৭৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ১৬৪টি ছাগল ও ফ্লোরম্যাট উপকরণ বিতরণ করা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দরিদ্র পরিবারে আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ৭৭ টি পরিবারের মধ্যে ২ টি করে ছাগল ও ৫ টি করে ফ্লোরম্যাট বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা তুজ জোহরা ছাগল ও উপকরণ বিতরণ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের জীবন মান উন্নয়নে এ ভাবে বিনামূল্যে ছাগল বিতরণের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেসব সুবিধাভোগী পরিবার দু’টি করে ছাগল পেলেন, তারা ছাগল পালন করে স্বাবলম্বী হবেন বলে তিনি বিশ্বাস করেন। তাদের ছাগল পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব চন্দ্র দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ।
সুবিধাভোগী পরিবারের ৫৭ বছর বয়সের আদিবাসী নারী সুজয় মার্ডী বলেন, আমি আজকে বিনামূল্যে দু’টি ছাগল পেয়েছি। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ছাগল দুটি পালনে পরিবারের স্বচ্ছলতা ফিরবে বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৬:২৬:৪৮ ১১ বার পঠিত