রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫



বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ওল্ডহ্যাম শহরের মেয়র কাউন্সিলর এডি মুর ও তার স্ত্রী ক্যাথ মুরের সঙ্গে আজ এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ওল্ডহ্যাম মেট্রোপলিটন বরোতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক এই বৈঠকে মেয়র ও তার স্ত্রী হাইকমিশনার আবিদা ইসলামকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাক্ষাতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা, বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ-বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি নিয়ে আলোচনা হয়।

এ সময়ে ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন, মিনিস্টার (পলিটিক্যাল) শাহরিয়ার মোশাররফসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও কাউন্সিলররা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৪   ৯ বার পঠিত