
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় এক প্রধান শিক্ষক আরেক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে।
গত রোববার (১৬ নভেম্বর) টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সভায় উপস্থিত শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
জানা যায়, উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে রোববার (১৬ নভেম্বর) টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
সভায় সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বক্তব্য রাখছিলেন। তাঁর বক্তব্য চলাকালীন পিছনের সারিতে বসা বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাউন্ড একটু বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
এসময় হঠাৎ করেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে অপর এক প্রধান শিক্ষক আবুল মনসুর স্বপন আকস্মিকভাবে আনোয়ার হোসেনের ওপর চড়াও হন এবং মারমুখী আচরণ করেন। এই আকস্মিক ঘটনায় সভায় সঙ্গে সঙ্গে হৈচৈ শুরু হয় এবং পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকদের মতে, এমন আচরণ শিক্ষা পরিবেশের জন্য অশোভন ও অগ্রহণযোগ্য। এ ঘটনায় উপস্থিত শিক্ষকদের মাঝে ক্ষোভ ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন।
এ ব্যাপারে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি উপস্থিত শিক্ষকদের তোপের মুখে প্রধান শিক্ষক আবুল মনসুর স্বপন ক্ষমাপ্রার্থনা করেন এবং পরবর্তীতে সমঝোতা করে দেওয়া হয়। শিক্ষকগণ এ ঘটনার যথাযথ তদন্তসাপেক্ষে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:২১ ৫৮ বার পঠিত