
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে এই বৈঠক হবে বলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প বলেন, ‘নিউইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান কোয়ামে মামদানি একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা একমত হয়েছি যে এই বৈঠকটি ২১শ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে!’
চলতি মাসের শুরুতে নিউইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর দুই রাজনীতিকের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, নবনির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রীতি অনুসারে নবনির্বাচিত মেয়র জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিউইয়র্কবাসী যে আকাঙ্ক্ষা নিয়ে তার পক্ষে ভোট দিয়েছিলেন, তা নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার পরিকল্পনা করছেন।’
গত ৪ নভেম্বর নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে ইতিহাস গড়েছেন তিনি।
সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি। তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেয়া এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সি মেয়র।
জোহরান মামদানির জয় ঠেকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। মামদানির জয়ের ক্ষুব্ধ ট্রাম্প নিউইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোর হুমকির দেন ট্রাম্প।
তবে জয়ের পর মামদানি প্রত্যয় ব্যক্ত করেছেন, নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি।
নির্বাচনে জয়ের পরই ট্রাম্পের উদ্দেশে বেশ কড়া ভাষায় বক্তব্য দেন মামদানি। যদিও মামদানির ওই বক্তব্যকে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তাকে ওয়াশিংটনের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে। কারণ যদি সে তা না করে, তাহলে তার সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
ট্রাম্প আরও বলেন, ‘এবং আমি তাকে সফল করতে চাই। আমি শহরটিকে সফল করতে চাই।’ এরপরই দ্রুত মন্তব্য বদলে বলেন, তিনি মামদানি নয়, নিউইয়র্ক সিটিকে সফল করতে চান।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৩৭ ৫ বার পঠিত