এজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » এজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



এজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল

লিয়ান্দ্রো ত্রোসারের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর, সব আলো কেড়ে নিলেন এবেরেচি এজে। রিশার্লিসনের অভাবনীয় গোলেও জেগে উঠতে পারল না টটেনহ্যাম হটস্পার। এজের দুর্দান্ত হ্যাটট্রিকে উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে রোববার (২৪ নভেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করল মিকেল আর্তেতার দল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রাখল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। তৃতীয় মিনিটে ডেক্লান রাইসের জোরাল ভলি এবং পরের মিনিটে ইউরিয়েন টিম্বারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোলের সূচনা হয়নি। ৩৩তম মিনিটে ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করেও বুকায়ো সাকা ব্যর্থ হন ভিকারিওর অসাধারণ সেভে।

অবশেষে ৩৬তম মিনিটে লিড পায় আর্সেনাল। মিকেল মেরিনোর থ্রু বল ধরে শট নেন লিয়ান্দ্রো ত্রোসার; প্রতিপক্ষের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। পাঁচ মিনিট পর এজে রাইসের পাস ধরে দারুণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে শক্তিশালী শটে ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধ শুরুর সঙ্গে সঙ্গে আরও একবার রূপকথার মতো ফুটে ওঠেন এজে। টিম্বারের পাস পেয়ে মাত্র ৪০ সেকেন্ডের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। শৈশবের ক্লাবে ফিরে এটি ছিল তার প্রথম জোড়া গোল।

টটেনহ্যাম প্রথমার্ধে একটিও শট নিতে না পারলেও ৫৫তম মিনিটে বিশ্বমানের এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রিশার্লিসন। মাঝমাঠে বল কাড়ার পর দূরত্ব থেকে শট নেন তিনি; বল দাভিদ রায়ার মাথার ওপর দিয়ে ক্রসবার ছুঁয়ে জালে ঢোকে।

তবে সেই আশা বেশি দূর এগোতে দেয়নি আর্সেনাল। ৭৬তম মিনিটে ত্রোসারের পাস ধরে জোরাল শটে হ্যাটট্রিক সম্পন্ন করেন এজে। দুই মিনিট পর চতুর্থ গোলের সুযোগও পেয়েছিলেন তিনি, কিন্তু ভিকারিওর সেভে বেঁচে যায় টটেনহ্যাম।

১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। টানা তিন ম্যাচ জয়হীন টটেনহ্যাম ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৬   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল
মেসির ম্যাজিকে ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি
আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের ম্যাচে বিলবাওকে ১ হালি দিলো বার্সেলোনা
এবার ঘরের মাঠে নটিংহ্যামের কাছে বিধ্বস্ত লিভারপুল
আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরির পথে মমিনুল, ফিফটির কাছাকাছি মুশফিক
লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
সুপার ওভারের থ্রিলারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ