![]()
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে।
গতকাল রোববার রাতে ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও নৌকা জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ টাকা। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৪০ ৯ বার পঠিত