সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ : রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ : রাশেদ খান
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ : রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ। এই সরকারের সদিচ্ছার অভাবে এমন অবস্থা দেশে তৈরি হয়েছে। শুধু মুখে বললেই তো হবে না, ইতিহাসের সেরা নির্বাচন দিতে হলে সেরা পরিবেশ তৈরি করতে হবে সরকারকে।’

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাঁখারীদহ বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে জনগণ এ সরকারকে রাখবে না। আমরা মনে করি, আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। এ জন্য সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করা।’

রাশেদ খান বলেন, ‘ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়।
এই পরিকল্পনা আওয়ামী লীগ ও ভারতের ‘র’-এর। আমরা এই প্ল্যান এ দেশে বাস্তবায়ন করতে দেব না। আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছিলেন।
সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তিকে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুয়োগ দিতে হবে। নইলে ভারতের সঙ্গে বাংলাদেশে সরকারের সর্ম্পকের অবনতি ঘটবে।’

এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম সাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫২   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ : রাশেদ খান
হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল
ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকবে : মিয়া গোলাম পরওয়ার
জনগণের আস্থা পুনরুদ্ধারে আরও বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের
খুলনায় উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব উদযাপিত
আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান
ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ