
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই।’
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসান আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন ১ ফাইনাল খেলার পুরস্কার বিরতণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্ট এবং তার দোসররা যত ষড়যন্ত্রই করুক, যত নাশকতাই করুক সঠিক সময়েই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।’
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। এই এলাকায় কোনো সন্ত্রাস চলবে না, এই এলাকায় কোনো মাদক থাকবে না, এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, এই এলাকায় কোনো ভূমিদস্যু-দখলবাজ থাকবে না, এই এলাকা হবে শান্তিপূর্ণ এলাকা।’
তিনি বলেন, ‘আপনাদের আমরা ফ্যামিলি কার্ড করে দেব।
তারেক রহমান বলেছেন এই ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে। সে কার্ডের মাধ্যমে প্রতি মাসে চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন বিনা মূল্যে। আমরা খেলাধুলার জন্য সুন্দর সুন্দর মাঠ করব, পরিবেশ সুন্দর করব, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেব।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন, মা-বোনদের সাথে নিয়ে যাবেন, ভোট গণনা হলে ফলাফল নিয়ে তারপর বাসায় ফিরে আসবেন।
এ সময় তিনি হেমায়েতপুর ঈদগাহ মাঠের পাশে অবস্থিত জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিককে আধুনিক হাসপাতালে রূপান্তর করার প্রতিশ্রুতি প্রদান করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠনে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম। যুবদল নেতা বেলায়েত হোসেন বিল্লাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪৯:১৯ ৭ বার পঠিত