৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য

জুলাই গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্টের পর দেশে পরিবর্তনের যে সুযোগ এসেছে তা হেলায় হারাতে চান না বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় এ ফেলো বলেন, ‘নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মানুষ আগ্রহ দেখালেও, নির্বাচনের পর তারা কী চান—সেই বিষয়ে একটি নাগরিক ইশতেহার তৈরি করা হবে। আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের কাছে এ ইশতেহার তুলে ধরা হবে।’

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাকনির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে ময়মনসিংহের আঞ্চলিক পরামর্শ সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে নাগরিকদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন হয়ে গেলে নাগরিকদের এসব দাবি বাস্তবায়ন নিয়ে আমরা সরকারের প্রতি চাপ সৃষ্টি করব। আগামী দিনের সরকারের যারা প্রত্যাশী, তাদের নির্বাচনী ইশতেহারেও আমরা এটি ঢুকানোর চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান হলো সরকার আসবে, সরকার যাবে, বাংলাদেশের জনগণ থাকবে, দেশটাও থাকবে। সেহেতু আমাদের প্রচেষ্টাকে নাগরিক হিসেবে অব্যাহত রাখতে হবে।’

এর আগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাকনির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

সুশাসন, নিরপেক্ষ নির্বাচন কমিশনই প্রধান প্রত্যাশা
সভায় রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থীর কাছে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা বিষয়ে প্রশ্ন রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ দুটি প্রশ্নের জবাবে বেশিরভাগ নাগরিক আগামী সরকারের কাছে সুশাসন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের পক্ষে মতামত ব্যক্ত করেন।

এছাড়াও অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত সমাজ, আইনের শাসন, স্থানীয় উন্নয়ন, নারীর অধিকার, ন্যায়বিচার, মেধার ভিত্তিতে চাকরি ইত্যাদি বিষয়ে মতামত দেন। অনেকে কালো টাকার প্রভাব মুক্ত পরিবেশ, মনোনয়ন বাণিজ্য বন্ধ করা এবং শিক্ষিত ব্যক্তিদের সংসদ সদস্য পদে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন দেওয়ার পক্ষেও মত দেন।

সভায় আরও বক্তব্য রাখেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, একেএম মাহবুবুল আলম, জামায়াতে ইসলামীর নেতা ড. শহীদুল্লাহ কায়সার, সিপিবি’র নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা সুজনের সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, এস.এম মজিবুর রহমান, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, সালমা আক্তার, সুরাইয়া আক্তার, কাব্য সুমী সরকার, এনজিও ব্যক্তিত্ব শরীফুজ্জামান পরাগ, দেলোয়ার হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি জয়িতা তনু, আদিবাসী প্রতিনিধি নারায়ণ হাজং, অরণ্য চিরান, সাধারণ নাগরিক খন্দকার আব্দুল আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল : গয়েশ্বর চন্দ্র রায়
বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো দেশে জনগণ যদি শঙ্কায় বাস করে, সেটা চরম মানবধিকার লঙ্ঘন: সুলতানা কামাল
ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ