ধামরাইয়ে অভিযানে পাঁচ অবৈধ ইটভাটা বন্ধ ও ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধামরাইয়ে অভিযানে পাঁচ অবৈধ ইটভাটা বন্ধ ও ১৫ লাখ টাকা জরিমানা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



ধামরাইয়ে অভিযানে পাঁচ অবৈধ ইটভাটা বন্ধ ও ১৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ অভিযানে আজ ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন সূতিপাড়া ও রোয়াইল এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে মেসার্স রাইসুর অ্যান্ড সামসুদ্দিন ব্রিকস, মেসার্স থ্রিস্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস এবং মেসার্স এস এন ব্রিকস অ্যান্ড কোং—প্রতিটি ইটভাটাকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।

একই দিনে ধামরাই উপজেলার কুল্লা ও রোয়াইল এলাকায় অবস্থিত মেসার্স মাহী ব্রিকস এবং মেসার্স এবিসি ব্রিকস নামে দুটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি রোয়াইল এলাকার মেসার্স ডিএসবি রি-সাইক্লিং প্লান্ট ভেঙে গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় এবং পরিদর্শক এস এম মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের একটি বাহিনী, র‌্যাবের এক প্লাটুন, ফায়ার সার্ভিসের একটি দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা সহায়তা প্রদান করেন।

অন্যদিকে, আজ ঢাকার শ্যামলী থানাধীন শিশুমেলা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ কর্তৃক যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট ২০টি ডিজেলচালিত বাস, ট্রাক ও লরির ধোঁয়ার গ্যাসীয় নিঃসরণ স্মোক ওপাসিটি মিটার দ্বারা পরিমাপ করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী চারটি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করায় দুইটি যানবাহনকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এবং প্রসিকিউশন প্রদান করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর গবেষণাগারের সহকারী পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২:১০:৪৫   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সচিব
বাণিজ্য উপদেষ্টার সাথে উজবেকিস্তানের রাষ্ট্রদূতের বৈঠক
জামালপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ: আহত ৪, একজন মুমূর্ষু
ধামরাইয়ে অভিযানে পাঁচ অবৈধ ইটভাটা বন্ধ ও ১৫ লাখ টাকা জরিমানা
অনলাইনে অপতথ্য রোধে টিকটকের সাথে ইসির মতবিনিময়
ইসলামপুরে কর ফাঁকি রোধ ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন
সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন
বাউলদের ওপর হামলা, ন্যক্কারজনক ঘটনা : মির্জা ফখরুল
ঝালকাঠিতে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ