শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম

প্রথম পাতা » খুলনা » নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামীম বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রহীন পরিবেশের মধ্যে ছিল। মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রতীক দিয়ে মানুষকে ভোটারহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে মানুষের উত্তরণ হয়েছে।
সেই প্রত্যয়কে সামনে রেখে সামনে যে নির্বাচন আসছে তাতে সৎ, যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। আবার যেন মানুষ ফ্যাসিজমের মধ্যে ফিরে না আসে। তার জন্য সৎ নেতৃত্ব আসতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলার মিঠাখালীর খানজাহান হাটে শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (র.) ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, কোনো রাজনৈতিক নেতার হাত ধরে যেন বাংলাদেশে আর কখনো ফ্যাসিজম ফিরে না আসে, সেই ফলাফল আগামী নির্বাচনে জাতি দেখতে পাবে।

শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (র.) ট্রাস্টের চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির ও মোংলা-রামপাল সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদারসহ অন্যরা।

এ অনুষ্ঠানে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৫   ৯ বার পঠিত