পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার স্বামী সাইফুল ইসলাম আহত হন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা সদরের বিজিবি ক্যান্টিনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেবীগঞ্জ উপজেলা সদরের পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী সাইফুল ইসলাম শেখবাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এই শিক্ষক দম্পতি আজ সকালে দেবীগঞ্জ থেকে দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে পঞ্চগড় যাচ্ছিলেন। যাওয়ার পথে বিজিবির ক্যান্টিনের সামনে স্পিডব্রেকার পাড় হওয়ার সময় রিনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান।
এ সময় তাদের পাশ দিয়ে ওভারটেক করতে থাকা একটি ট্রাকের পেছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়। এতে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখেন।
তারা স্পিডব্রেকার ও সড়কের জমি থেকে বিজিবি ক্যান্টিনের অংশ বিশেষ সরানোর দাবি তোলেন। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। ট্রাকটি আটক আছে। তবে চালক পালিয়ে গেছে।
মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘সড়ক বিভাগকে বলা হবে এখানে সড়ক আরো প্রশস্ত করার জন্য। তারা না করলে প্রয়োজনে জেলা পরিষদ থেকে করা হবে। বিজিবি ক্যান্টিনের অংশ সড়কে পড়েছে কি না তা যাচাই করে আমরা বিষযটি সমাধান করব। আমরা আর এমন মৃত্যু দেখতে চাই না।’

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৮   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহ্বান বিএনপি নেতার
পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
আগামী মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে ট্রেন: শেখ মঈনুদ্দিন
শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা
ভারতের নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি: হাসনাত
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: মির্জা ফখরুল
চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল : সিইসি
গোরস্তানে আলোকসজ্জা করা উন্নয়ন নয় : নজরুল ইসলাম খান
দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট : অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ