সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহ্বান বিএনপি নেতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহ্বান বিএনপি নেতার
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহ্বান বিএনপি নেতার

পটুয়াখালী-২ বাউফল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার নেতা ও কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘মনোনয়ন ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা বলেছেন, ধানের শীষ প্রতীক যে পাবেন আমরা তার সঙ্গে থাকব। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন এ মনোনয়ন মানি না? আপনাদের সবাইকে আহ্বান জানাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এবং সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দিই।’

দলীয় মনোনয়ন ঘোষণার পর আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহিদুল বাউফলে আসেন। আজ দুপুরে পৌর শহরের পাবলিক মাঠে ওই দলের প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া-মিলাদে তিনি এ কথা বলেন।

শহিদুল আলম তালুকদার বলেন, ‘আমিই প্রথম এ আসন থেকে ২০০১ সালে বিএনপিকে এমপি উপহার দিই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আ স ম ফিরোজ চেনেন আমি কেমন।’

তিনি আরো বলেন, ‘এখানে জামায়াত ঘাঁটি করতে চায়।
জামায়াতকে মোকাবেলা করতে আল্লাহর এই বান্দা শহিদুল আলমকে লাগবে বলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি কেবল একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জুলুম সহ্য করেছেন। আজ যখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সবাই আমরা তার সুস্থতার জন্য দোয়া করব।

দোয়া-মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, তার ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৩   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহ্বান বিএনপি নেতার
পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
আগামী মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে ট্রেন: শেখ মঈনুদ্দিন
শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা
ভারতের নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি: হাসনাত
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: মির্জা ফখরুল
চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল : সিইসি
গোরস্তানে আলোকসজ্জা করা উন্নয়ন নয় : নজরুল ইসলাম খান
দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট : অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ