আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য

প্রথম পাতা » চট্টগ্রাম » আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য

সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনের ওপর এখন আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্র ও সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা জরুরি।

পরামর্শ সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা দেশের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে রাজনৈতিক আচরণে ইতিবাচক পরিবর্তন, সামাজিক মূল্যবোধের পুনর্গঠন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩২   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ
উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান
প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ
আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ