ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল

“ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা”- বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তরিকুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বন্দর সোনাকান্দা হাটে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে করে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “যিনি আপনার ভোট কিনবেন, তিনি কখনোই জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন না। কারণ আপনি আপনার পবিত্র আমানত রক্ষা না করে নিজের অধিকার তার হাতে তুলে দিয়েছেন। এতে আপনার নাগরিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। নির্বাচনের পর তিনি আর আপনার সেবক নন, বরং নির্বাচনে ব্যয় করা টাকার হিসাব নানান অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে উসুল করার চেষ্টা করবেন। তার আশপাশের লোকজন সমাজকে কুলষিত করবে, বাড়বে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা। কারণ তিনি জনগণের নয়- নিজ দলের ও বাহিনীর পাহারাদার হবেন।”

নারায়ণগঞ্জবাসীর সাহসিকতাকে স্মরণ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে লড়ে জিতেছে। আমি বিশ্বাস করি টাকার কাছে বা পেশিশক্তির কাছে নারায়ণগঞ্জবাসী পরাজিত হবে না। নিজের লড়াইয়ে পরীক্ষিত নেতাকেই জনগণ আবারও বেছে নেবে, যা নারায়ণগঞ্জের ভবিষ্যৎকে করবে আরও সুন্দর ও উজ্জ্বল।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দূর্বৃত্তায়ণ বন্ধ ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে একটি পরিকল্পিত, টেকসই নগর গড়তে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সোনাকান্দাবাসীর কাছে আমি মাথাল মার্কায় ভোট চাই। আপনাদের প্রতিটি ভোটই নির্ধারণ করবে আগামীর নারায়ণগঞ্জ ও আগামীর রাজনীতি।”

গণসংযোগে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, গার্মেন্ট শ্রমিক সংহতি জেলার আহ্বায়ক আবদুল আল মামুন, বন্দর উপজেলার সংগঠক ইমদাদ হোসেন, যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মাকসুদা ইয়াসমিন, ১৮নং ওয়ার্ডের নুসরাত ইলি, ছাত্র ফেডারেশন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৬   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি
সব দলকে সমান সুযোগ দেওয়ার দাবি জামায়াতের
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা
ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল
নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন
ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার
বেঁচে নেই শিশু সাজিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ