সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন : সাইফুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন : সাইফুল হক
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন : সাইফুল হক

সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানোর পাশাপাশি তিনি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে পার্টির কর্মী ও শুভার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম ও সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার প্রমুখ।

সমাবেশে সাইফুল হক বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের সামনে জমে থাকা কালো মেঘ আপাতত কেটেছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যে অনিশ্চিয়তা ছিল দৃশ্যত তারও অবসান ঘটেছে। দেশের জনগণের বিপুল প্রত্যাশার এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক উত্তরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন করা যাবে কিনা সেটা নির্ভর করছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপরে।
সরকার যদি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিতে পারে, তাহলে ভালো নির্বাচন করা সম্ভব।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে জনমনে ততই সংশয়, উদ্বেগ এবং আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা, সভা-সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা সংঘঠিত হচ্ছে, তা রীতিমতো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। কোনো কোনো এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া চলেছে, গোলাগুলির মতো ঘটনাও ঘটে চলেছে।
নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানি, জবরদস্তি, জবরদখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:২৪   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন আব্দুল মোমেন: মঈন খান
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
কামাল ভাই একজন উচ্চমানের রাজনীতিবিদ: মাসুদুজ্জামান
সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন : সাইফুল হক
ঢাকা মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রদীপ চাকমা
বিজয় মাসে ইসলামপুরে ১২ কি:মি: বিএনপির দীর্ঘতম পতাকা, এলাকায় ব্যাপক সাড়া
আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান
হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ