মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫



মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। স্বাধীনতার সংগ্রাম ও আত্মত্যাগের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে হাইকমিশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। পতাকা উত্তোলনের পর হাই কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।

এছাড়াও, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়। দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্রবাসী শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মচারীরা।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে গভীর শ্রদ্ধাভরে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদের স্মৃতি স্মরণ করেন। তিনি বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বিজয় দিবসকে ‘আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার মর্যাদার প্রতীক’ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং জাতির ক্রান্তিলগ্নে মালয়েশিয়া প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসাও করেন।

৭১ ও ২৪-এর শহীদ ও বীর যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হাইকমিশনার প্রবাসীদের গুরুত্বপূর্ণ একটি বিষয়েও আলোকপাত করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

দ্রুততম সময়ে নিবন্ধনে সহায়তা প্রদানের জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি করল থাইল্যান্ড
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া
জাতিসংঘের বৈঠক থেকে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিলো পাকিস্তান
মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান আসছে কোটি কোটি রুপি
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ