
ফরিদপুরের বোয়ালমারীতে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম ও মাদকসহ শামীম বিন ইসমাইল (২৪) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মমিন মার্কেট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একাধিক ককটেল, বিস্ফোরক উপাদান ও মাদক উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সোতাশী মমিন মার্কেট এলাকার বাসিন্দা শামীম নিজের বসতঘরে ককটেল প্রস্তুত করছে এবং সেগুলো নিজের ঘরে মজুদ রেখেছে—মঙ্গলবার ভোরে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিনটি ককটেল, দুই প্যাকেট বিস্ফোরক, ৪৯ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।আটক শামীমকে জব্দ আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র জানায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেইন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৪:৫৪ ৯ বার পঠিত