
জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবসের মতো একটি রাষ্ট্রীয় ও গৌরবময় অনুষ্ঠানে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ উঠেছে জামালপুরের সরিষাবাড়ী সালিমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের বিরুদ্ধে। তার চরম দায়িত্ব অবহেলা ও সময়মতো উপস্থিত না হওয়ার কারণে বিজয় দিবসের মূল অনুষ্ঠানের প্রারম্ভেই জাতীয় সংগীত পরিবেশনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রতিবেদনে জানা যায়, বিজয় দিবসের মূল অনুষ্ঠান শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু জাতীয় সংগীত পরিচালনার দায়িত্বে থাকা প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন সময়মতো অনুষ্ঠানস্থলে উপস্থিত হননি। পরিস্থিতি সামাল দিতে এবং অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে নিতে উপজেলা প্রশাসন বাধ্য হয়ে রেকর্ডিং জাতীয় সংগীত বাজিয়ে পতাকা উত্তোলন পর্ব শুরু করে।
পতাকা উত্তোলন চলাকালীন হঠাত্ করেই প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন অনুষ্ঠানে এসে উপস্থিত হন। শুধু তাই নয়, তিনি চলমান রেকর্ডিং জাতীয় সংগীতটি বন্ধ করে দেন এবং মাঝপথ থেকে শিক্ষার্থীদের দিয়ে পুনরায় জাতীয় সংগীত শুরু করার নির্দেশ দেন। এতে পুরো অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন হয় এবং উপস্থিত মুক্তিযোদ্ধা ও কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।
উপস্থিত মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা এই ঘটনাকে গুরুতর দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের গাম্ভীর্য নষ্ট করেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠানে এমন কাণ্ড মেনে নেওয়া যায় না। জাতীয় সংগীতের মতো একটি সংবেদনশীল বিষয়ে এমন চরম বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।” উপস্থিত মুক্তিযোদ্ধারাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৩২ ১০ বার পঠিত