
আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহটা একরকম প্রত্যাশিতই ছিল। কিন্তু এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। আবু ধাবির নিলামে রীতিমত কাড়াকাড়ি পড়ে গেছে তাকে দলে নেওয়ার জন্য। আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।
৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে প্রথমে চেন্নাই সুপার কিংস তার জন্য দর হাঁকানো শুরু করে। পরে দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সও প্রতিযোগিতায় যোগ দিলে দর দ্রুত বেড়ে যায়। শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কলকাতা। তাতে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।
২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন দ্য ফিজ। এই সময়ে তিনি ৬৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩। উল্লেখযোগ্যভাবে, আইপিএলের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। ২০১৬ সালেই এই স্বীকৃতি পান মোস্তাফিজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে ৩৮৭ উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২১.৪৩ এবং ইকোনমি রেট ৭.৪৩।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৪ ৮ বার পঠিত