সরিষাবাড়ীতে প্রস্তুতিহীনভাবে অভিবাসী ও প্রবাসী দিবস পালন, সচেতন মহলে তীব্র ক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রস্তুতিহীনভাবে অভিবাসী ও প্রবাসী দিবস পালন, সচেতন মহলে তীব্র ক্ষোভ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে প্রস্তুতিহীনভাবে অভিবাসী ও প্রবাসী দিবস পালন, সচেতন মহলে তীব্র ক্ষোভ

জামালপুর প্রতিনিধি : যথাযথ প্রস্তুতি ও প্রচারণার অভাব এবং নামমাত্র আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের এমন দায়সারা ও অগোছালো আয়োজনে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসীদের অবদানকে সম্মান জানাতে ও তাদের অধিকার রক্ষায় প্রতিবছর ১৮ ডিসেম্বর দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করার কথা থাকলেও সরিষাবাড়ীতে ছিল তার উল্টো চিত্র। অভিযোগ উঠেছে, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কেবল আনুষ্ঠানিকতা রক্ষার খাতিরে উপজেলা প্রশাসন নামমাত্র একটি অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসীদের অনুপস্থিতিতে ‘নামমাত্র’ আয়োজন অনুষ্ঠানে কোনো প্রবাসী বা তাদের পরিবারের সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অথচ দিবসটির মূল উদ্দেশ্যই হলো প্রবাসীদের সাথে মেলবন্ধন তৈরি এবং তাদের সমস্যার কথা শোনা। কিন্তু প্রবাসীদের উপস্থিতি ছাড়াই এমন আয়োজনের সার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দিবসটি পালনের বিষয়ে আগে থেকে কোনো ব্যাপক প্রচারণা চালানো হয়নি। প্রবাসীদের সম্মান ও অধিকার আদায়ের এই দিনটি প্রশাসনের কাছে কোনো গুরুত্বই পায়নি বলে মনে করছেন তারা। দায়সারা এই আয়োজনের ফলে সরকারের মহতী এই উদ্যোগের মূল উদ্দেশ্য ভেস্তে গেছে।

সচেতন মহলের মতে, সরকারি অর্থ ব্যয় করে এমন ‘আইওয়াশ’ অনুষ্ঠানের কোনো মানে হয় না। প্রশাসনের উচিত ছিল স্থানীয় প্রবাসীদের আমন্ত্রণ জানিয়ে একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার আয়োজন করা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, “প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের জন্য নির্ধারিত দিনে যদি তাদেরই দেখা না যায়, তবে এই আয়োজন কার জন্য? এটি প্রশাসনের চরম অবহেলার প্রমাণ।”

এই দায়সারা আয়োজনের বিষয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনা এখন তুঙ্গে। আগামীতে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযথ মর্যাদায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে পালনের দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

বাংলাদেশ সময়: ২২:০১:২৬   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লুটপাট হলে দায় ওই ব্যাংকের কর্মকর্তাদের নিতে হবে: গভর্নর
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
অনেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
মামলা পরিচালনায় সরকারি কর্মকর্তাদের আইনি জ্ঞান থাকা আবশ্যক : তথ্য সচিব
যারা অরাজকতা তৈরি করতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে : ডিসি
নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করছি : এসপি
জয়িতার পোশাক ও কারুশিল্প এক সময় বিশ্বে পৌঁছাবে : শারমীন এস মুরশিদ
উচ্চমানের শিক্ষা ও গবেষণার সমন্বয় স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য : ধর্ম উপদেষ্টা
নারায়ণগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ প্রার্থী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ