
নারায়ণগঞ্জের বন্দরে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি ঠেকাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোকুলদাসের বাগ, চৌরাস্তা বাজার, নবীগঞ্জ রওসনবাগ মোড়, বন্দর ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
অভিযানে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলপিজি গ্যাসের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ০:০০:৪৯ ৬৩ বার পঠিত