সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী যেকোন স্থানে প্রবেশ করতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী যেকোন স্থানে প্রবেশ করতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী যেকোন স্থানে প্রবেশ করতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেছেন।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় মাঠ পর্যায়ে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করা এবং আচরণবিধি মেনে চলতেও অনুরোধ জানান ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সভায় রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনী প্রচারের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দল ও জনসাধারণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

উপদেষ্টা আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আগামী ৭ জানুয়ারি আদালতে জমা দেওয়া হবে।

গত বছর ১৩ ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, গত ৪ জানুয়ারি, পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৫৪১ রাউন্ড গুলি, ৫৬৬টি কার্তুজ, ১৬৫টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার শেল, বারুদ, আতশবাজি এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে। এসময়ে মামলা এবং গ্রেফতারি পরোয়ানায় ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে চেকপোস্ট এবং টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

সভায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার রোধ এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০৩:২০   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস আলম
২১ বছর বয়সেই প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর আথিরা
শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাদারীপুরে নামজারি করতে ঘুষ নেয়ার দায়ে পরিচ্ছন্নতাকর্মীর কারাদণ্ড
খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি নয়, সমগ্র জাতির ক্ষতি: প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ