
রাশিয়া মঙ্গলবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের নিয়োগকে স্বাগত জানিয়েছে। একে ‘স্পষ্ট নব-ঔপনিবেশিক হুমকি এবং বিদেশি সশস্ত্র আগ্রাসনের’ মুখে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে দেশটি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে জোর দিয়ে বলছি, ভেনেজুয়েলার নিজ ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে—কোনো বিধ্বংসী বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই।’
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিশেষ বাহিনী পাঠিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন।
রুশ বিবৃতিতে আরো বলা হয়, ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় এই দেশের বৈধ কর্তৃপক্ষ যে প্রচেষ্টা নিয়েছে, আমরা তা স্বাগত জানাই। আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের প্রতি রাশিয়ার অটল সংহতি পুনর্ব্যক্ত করছি।’ তারা আরো উল্লেখ করেছে, মস্কো ‘প্রয়োজনীয় সহায়তা’ দিতে থাকবে।
এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে মাদুরো রাশিয়ার দ্বিতীয় ঘনিষ্ঠ মিত্র, যিনি ক্ষমতাচ্যুত হলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অপসারণ করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৩ ১২ বার পঠিত