ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগকে স্বাগত রাশিয়ার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগকে স্বাগত রাশিয়ার
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগকে স্বাগত রাশিয়ার

রাশিয়া মঙ্গলবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের নিয়োগকে স্বাগত জানিয়েছে। একে ‘স্পষ্ট নব-ঔপনিবেশিক হুমকি এবং বিদেশি সশস্ত্র আগ্রাসনের’ মুখে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে দেশটি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে জোর দিয়ে বলছি, ভেনেজুয়েলার নিজ ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে—কোনো বিধ্বংসী বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিশেষ বাহিনী পাঠিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন।

রুশ বিবৃতিতে আরো বলা হয়, ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় এই দেশের বৈধ কর্তৃপক্ষ যে প্রচেষ্টা নিয়েছে, আমরা তা স্বাগত জানাই। আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের প্রতি রাশিয়ার অটল সংহতি পুনর্ব্যক্ত করছি।’ তারা আরো উল্লেখ করেছে, মস্কো ‘প্রয়োজনীয় সহায়তা’ দিতে থাকবে।

এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে মাদুরো রাশিয়ার দ্বিতীয় ঘনিষ্ঠ মিত্র, যিনি ক্ষমতাচ্যুত হলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অপসারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৩   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিয়োগকে স্বাগত রাশিয়ার
আদালতে মাদুরো বলেন, ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছিল আমাকে,আমি নির্দোষ:
নিউইয়র্কের আদালতে তোলা হয়েছে মাদুরোকে
এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে
ভেনেজুয়েলার যেসব স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব
ইরাকের মতো করেই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৪০
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
সুইজারল্যান্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, বিভিন্ন দেশের শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ