খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন : আমীর খসরু
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন : আমীর খসরু

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন উল্লেখ করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে যে গণতন্ত্র আমাদের উপহার দিয়ে গেছেন, সেটা আমাদের ধরে রাখতে হবে। তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি তা করেননি, আপস করেননি। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রের যে মশাল উনার হাতে দিয়েছেন, সেটি উনি তারেক রহমানের হাতে দিয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) আমীর খসরু তাঁর নির্বাচনী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমস্ত জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপসহীনতা শিখিয়েছেন, আপসহীন বানিয়েছেন। তিনি হচ্ছেন গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের যে মশাল দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমানকে দিয়েছেন তিনি সেটি নিয়ে এগিয়ে চলেছেন। তারেক রহমান আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা হবে তা কিন্তু পরিষ্কার করেছেন। কোনো গোঁজামিল রাখেননি। আগামী দিনে যাতে সরকারের সুফল প্রত্যেকটি নাগরিকের ঘরে গিয়ে পৌঁছে সেই ব্যবস্থাও তিনি রেখেছেন।
কোনো একটি গোষ্ঠীর কাছে বা কয়েকজনের কাছে ক্ষমতার সুফল থাকবে, তা হবে না। ক্ষমতার মালিক হবে জনগণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, হাজী সালাউদ্দিন, হাজী জমির উদ্দিন, মাহবুব আলম বাচ্চু, হাজী হোসেন, আজম উদ্দিন, হাজী মোহাম্মদ জাহেদ, শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপি নেতা হাসান মুরাদ, মোহাম্মদ কামাল উদ্দিন, ফারুক আহমেদ, শওকত আলী, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ ওসমান, মো. হাসান, শহীদুল আলম আরজু, এসাক সালেহ, সিরাজউদ্দিন, হারুনুর রশিদ শুক্কুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৩৭:১১   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন : আমীর খসরু
চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ
সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্ত পুলিশ সুপার
আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি : হাসনাত
সেন্টমার্টিনের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ
শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন
কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ
শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ