সরিষাবাড়ীতে সুপারি পাড়া নিয়ে বাকবিতণ্ডা, উত্তেজনায় বৃদ্ধের মৃত্যু, নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সুপারি পাড়া নিয়ে বাকবিতণ্ডা, উত্তেজনায় বৃদ্ধের মৃত্যু, নারী আটক
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে সুপারি পাড়া নিয়ে বাকবিতণ্ডা, উত্তেজনায় বৃদ্ধের মৃত্যু, নারী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতে গিয়ে হাফিজুর রহমান মুকুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রওনক জাহান রুমা (২৯) নামে এক নারীকে আটক করে ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষাবাদুড়িয়া গ্রামে হাফিজুর রহমান মুকুলের সঙ্গে তার প্রতিবেশীদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমির গাছ থেকে প্রতিবেশীরা সুপারি পাড়তে গেলে হাফিজুর রহমান তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। তর্কের এক পর্যায়ে হাফিজুর রহমান আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজুর রহমানের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাগবিতণ্ডার সময় প্রতিপক্ষের আচরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছেন। তবে প্রাথমিকভাবে একে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রওনক জাহান রুমা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:০৫   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেজুর গাছকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই: রিয়াদ চৌধুরী
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক
মুক্তিযোদ্ধাদের অসম্মানী করা মানে দেশের স্বাধীনতা অর্জনকেই অস্বীকার করা : কামরুল হুদা
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করুন : স্বাস্থ্য সচিব
এক কাপড়ে বাড়ি ছাড়া করে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় : মির্জা আব্বাস
সংস্কৃতিই মানুষে-মানুষে সেতুবন্ধ রচনা করতে পারে - তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সংঘর্ষের পর মুচলেকায় ছাড়া পেলেন যুবদল-ছাত্রদল নেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ