
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতে গিয়ে হাফিজুর রহমান মুকুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রওনক জাহান রুমা (২৯) নামে এক নারীকে আটক করে ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষাবাদুড়িয়া গ্রামে হাফিজুর রহমান মুকুলের সঙ্গে তার প্রতিবেশীদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমির গাছ থেকে প্রতিবেশীরা সুপারি পাড়তে গেলে হাফিজুর রহমান তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। তর্কের এক পর্যায়ে হাফিজুর রহমান আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজুর রহমানের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাগবিতণ্ডার সময় প্রতিপক্ষের আচরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছেন। তবে প্রাথমিকভাবে একে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রওনক জাহান রুমা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৩১:০৫ ৫৪ বার পঠিত