
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে একটি লেয়ার মুরগির খামারে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী (বেপারীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী খামারি প্রায় ৩ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী খামার মালিক ছানোয়ার হোসেন শিহাবের অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় বাবলু মিয়া ও জিয়াউল হক গংদের সাথে তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ছানোয়ার বাড়িতে না থাকার সুযোগে বিবাদীরা দেশীয় অস্ত্র, হ্যামার ও শাবল নিয়ে খামারে হামলা চালায়।
হামলাকারীরা খামারের টিনের ও নেটের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং বস্তায় ভরে প্রায় ৩০০টি লেয়ার মুরগি ও ৩২ বস্তা মুরগির খাদ্য লুট করে নিয়ে যায়। এছাড়াও খামার সংস্কারের জন্য রাখা ৪৯ বস্তা সিমেন্ট অটোরিকশা যোগে নিয়ে চম্পট দেয় তারা। যাওয়ার সময় হামলাকারীরা খামারের দেয়াল ভাঙচুর করে এবং অন্তত ৪০টি মুরগি পিটিয়ে মেরে ফেলে।
লুটপাটে বাধা দিতে গেলে ছানোয়ারের মা শেফালী বেগম ও স্ত্রী লাবনী আক্তারকে রামদা দিয়ে গলায় ধরে হত্যার ভয় দেখিয়ে জিম্মি করে রাখা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দেয় যে, বেশি বাড়াবাড়ি করলে পুরো পরিবারকে খুন করে লাশ গুম করা হবে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে।
ভুক্তভোগী ছানোয়ার হোসেন শিহাব বলেন, “বিবাদীরা পরিকল্পিতভাবে আমার শেষ সম্বলটুকু ধ্বংস করে দিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এর ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় সরিষাবাড়ী থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, “এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৪ ১৬ বার পঠিত