
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার সংলগ্ন তালতলা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে জানা যায়, দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে কৃষক উমর মন্ডলের বসতবাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি একটি গরু ও তিনটি ছাগল মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীতের রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ উমর মন্ডলের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরে থাকা চাল, ডাল, আসবাবপত্র এবং পরনের কাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, গোয়াল ঘরে থাকা একটি গরু ও তিনটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত উমর মন্ডল ও তার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শেষ সম্বল হারিয়ে পরিবারটি এখন পুরোপুরি অসহায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অমর মন্ডল জানান, ”আমার সব শেষ হয়ে গেল। ঘরবাড়ি তো হারালই, অবলা প্রাণীগুলোকেও বাঁচাতে পারলাম না। এখন আমি পরিবার নিয়ে কোথায় দাঁড়াব?”
এই বিপদে পরিবারটির পাশে দাঁড়াতে এবং জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রদানের জন্য মাদারগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একটি মাথা গোঁজার ঠাঁই ও বেঁচে থাকার অবলম্বন ফিরে পেতে এই মুহূর্তে সরকারি-বেসরকারি সহযোগিতা অপরিহার্য।
বাংলাদেশ সময়: ১৫:৪০:৫৪ ৬ বার পঠিত