বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। এ সময় তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কারো নাম না নিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উসকানিমূলক কথাবার্তা। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উসকানিমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলতেছে।

তিনি আরও বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু বিরক্ত হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন। তবে আমি এই ব্যাপারে কোনো রিঅ্যাকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:১৫   ১০ বার পঠিত