বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

প্রিয় নেত্রীর পরকালীন শান্তিতে বিশেষ দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রিয় নেত্রীর পরকালীন শান্তিতে বিশেষ দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



প্রিয় নেত্রীর পরকালীন শান্তিতে বিশেষ দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও অসহায় দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিলবালিয়া, ধোপাদহ ফকির বাড়ীর উদ্যোগে বেলবালিয়া ধোপদহ দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল। তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম(জিএস), যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া ও মহাদান ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মোস্তফা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধুপাদহ ফকির বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল কালাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৪   ৪২ বার পঠিত