
নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “শুধু তারাব না, সারা রূপগঞ্জের মানুষ আমরা অভাগা। তারাব’র মানুষ এত টাকা ট্যাক্স দেয়, কষ্ট করে তবু ভাগ্যের চাকা ঘোরে নাই। তারাবতে ছোট ঘর, ব্যবসা করলেও রূপগঞ্জ থেকে ১০ গুণ বেশি ট্যাক্স নেয়। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাবকে সুন্দর করবে, যে কোনো পৗরসভার চেয়ে সুন্দর করবে। আশ্চর্যের বিষয় হলো তারাবোর উন্নয়ন কেউ কখনো দেখেই নাই।”
বুধবার (১৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “তারাবতে কোন হাসপাতাল নেই, উন্নতমানের স্কুল নেই। রাস্তাঘাটের কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, কোন নাগরিক সুযোগ-সুবিধা নেই। আমরা সকলে মিলে তারাবকে একটি ‘এ’ ক্যাটাগরির পৌরসভা তৈরি করবো। সেটা নামে না, কর্মেও থাকবে। তারাব পৌরসভার এতগুলো ইন্ডাস্ট্রি, কলকারখানা দেখা যায় তবুও তারাববাসীর আইডি কার্ডে তারাব, রূপগঞ্জ লেখা থাকলে তাদের কোন চাকরি দিতে চায় না। ইনশাল্লাহ প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে, আমার ভাই-বোনদের ঘরে বাতি জ্বলতে হবে। তারাববাসীর এই দুর্ভোগ ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো।”
দিপু ভূঁইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য সংগ্রাম করেছে, ভোটের অধিকারের জন্য সারাটা জীবন দিয়েছে। তার সন্তান তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন তখনই বুঝা গেছে এদেশে গণতন্ত্র ফিরে আসেছে। ইনশাল্লাহ ১২ তারিখে শুধু আমরা ভোট দিব না, আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশি সকলকে নিয়ে আমরা ভোটকেন্দ্রে যাবো।”
বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৬ ৭ বার পঠিত