
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক ছোট শহরে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চতুর্থ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে গুলির ঘটনা ঘটে।
পুলিশ জনগণকে ঘটনাস্থল এড়াতে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। স্থানীয় সংবাদ অনুযায়ী, বন্দুকধারী এখনো পলাতক। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াকার স্ট্রিটের কাছে ইয়েলকিন স্ট্রিটে গুলির খবর পাওয়ার পর জরুরি সেবা ডাকা হয়। নিহতরা হলেন দুই নারী এবং একজন পুরুষ।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই ঘটনা সম্ভবত ঘরোয়া সহিংসতার আক্রমণ। তারা আরো জানিয়েছে, পুলিশ বন্দুকধারীকে খুঁজছে এবং ভারি অস্ত্রধারী বিশেষ ট্যাকটিক্যাল পুলিশ মোতায়েন করা হয়েছে। সেভেন নিউজ রিপোর্ট করেছে, বন্দুকধারী স্থানীয় কাউন্সিলের একটি গাড়ি ব্যবহার করে ঘটনাস্থল থেকে পালিয়েছে।
লেক কারজেলিগো নিউ সাউথ ওয়েলসের কেন্দ্র অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ বসবাস করে।
গত মাসেই সিডনির বন্ডাই সৈকতে এক নির্বিচারে গুলির ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল।
সূত্র : বিবিসি
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৫ ২ বার পঠিত