জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশ এক অপরূপ বৈচিত্র্যের দেশ। জাতিগত ও ধর্মীয় এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি শান্তিকামী, সত্যনিষ্ঠ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা এমন এক দেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে ধর্মনিরপেক্ষতা, জনগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক এবং সামাজিক সংহতি বজায় থাকবে।

স্বরস্বতী পূজা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দেশ আমাদের সবার।
কেউ নিজের খেয়াল-খুশিমতো দেশের ক্ষতি করতে পারবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

সুপ্রদীপ চাকমা বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ থেকে ভারত ও নেপালসহ এই গোটা অঞ্চল ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সব বিদেশি কূটনীতিক ও অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী ও নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর দাওয়া ছেরিং।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন সুপ্রদীপ চাকমা।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪২   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা
উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ
টস জিতে যুক্তরাষ্টকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ
যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : আদিলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ