জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করে না, বরং সেই রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো দক্ষ জনবল। যুব সমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নিজে যেমন উপকৃত হবে তেমনি, পরিবার-সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

সোমবার (২৬ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সঙ্গে নির্বাচনি মতবিনিময় ও গোয়াইঘাটের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকলেও মানবসম্পদকে কাজে লাগিয়ে অনেক দেশ আজ বিশ্বের শীর্ষে অবস্থান করছে।

তিনি বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে যদি আমরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে না পারি, তবে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি তাদের কারিগরি শিক্ষায় পারদর্শী করতে পারি, তবে তারাই হবে আমাদের অর্থনীতি-উন্নয়নের মূলশক্তি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, বিশাল জনপদের ১৩টি ইউনিয়নে না আছে কালভার্ট-রাস্তাঘাট, না আছে স্কুল-কলেজ-মাদ্রাসা, ভালো কোনো ক্লিনিক-হাসপাতালও নেই। মনে হয় যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। যে দিকে দৃষ্টি পড়ে শুধু গর্ত আর গর্ত। বিশাল জনপদের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের জন্য শিল্প-কলখারখানা, হোটেল, মোটেল-রেস্টুরেন্ট গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ তৈরি করা। যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চয়তা পায় যে- তারা নিশ্চিন্তে-নিরাপদে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে।

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষ আমার শক্তি, তাদের দোয়া, ভালোবাসা আমার কাজের অনুপ্রেরণা। আমি নির্বাচিত হলে এক বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বৃহত্তর রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ শাহাব উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৫২:১৮   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর -ড. আসিফ নজরুল
একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ফিরবেন: কায়কোবাদ
নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ড. মঈন খান
পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ
দুর্বল–সবল বলে কিছু নেই, সব প্রার্থী এক: রিটার্নিং কর্মকর্তা
জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক
ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল: রেজাউল করিম
গত দেড় দশকে নারায়ণগঞ্জে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে -তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ