ভাঙ্গা থেকে গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গা থেকে গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



ভাঙ্গা থেকে গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতি মামলায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা থেকে প্রযুক্তির সাহায্যে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—চাঁদপুর সদর উপজেলার ষোলঘর গ্রামের মোঃ ফারুক হোসেন (৩৮) ও বরিশালের বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মোঃ শাহিন মাতুব্বর (২৭)।

জিজ্ঞাসাবাদে তারা ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
এরপর সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা মহানগরীর জুরাইন এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা মোঃ মোবারক হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে দুটি মাহিন্দ্র ও পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

অভিযানে একটি কালো ষাঁড় গরু, ডিপ ফ্রিজে রাখা প্রায় ২৫ কেজি জবাই করা গরুর মাংস এবং নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, ডাকাতি করা গরুদের মধ্যে দুটি ইতিমধ্যেই জবাই করে বিক্রি করা হয়েছে।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি পিকআপে গরু নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের রাস্তা অতিক্রম করার সময় ডাকাতরা গাড়ি ও গরু লুট করে। এরপর ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ তাদের অপরাধ স্বীকারের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০৫   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী দিপু
মানুষ মোটা অর্থে প্রমোট করতে ডাকে: মিশা সওদাগর
আমাদের ওপর আঘাত এলে পাল্টা আঘাত হবে : নাহিদ ইসলাম
কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে -মৎস্য উপদেষ্টা
বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না: সারজিস
টেকনাফ সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু
দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
জালিমকে আড়চোখে তাকানোর সুযোগ দেওয়া হবে না : জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ