![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেল মাত্র ৮ দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে অফিস সহকারী মির্জা ফখরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের ব্যস্ততার সুযোগ নিয়ে চোর চক্রটি এই কান্ড ঘটায়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৮ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান আসাদ কাজ শুরু করেন। নির্বাচন কার্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত করা হয়।
পুলিশ প্রথমে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে লিটন নামে একজনকে গ্রেপ্তার করে। এরপর লিটনের দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফারুককে। জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন যে, তিনি মোটরসাইকেলটি আসিফ শেখ নামে একজনের কাছে বিক্রি করেছেন। পরবর্তীতে ফারুকের দেওয়া তথ্যানুযায়ী চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, “নির্বাচনী ব্যস্ততার মাঝেও আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছি। সোর্স, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের ফলে দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশের এই ঝটিকা অভিযানে এবং দ্রুত মালামাল উদ্ধারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ২২:৩১:৫৮ ৫১ বার পঠিত