![]()
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছরের অনেক গুম, খুন, কান্না, জেলখানা, রিমান্ড, ত্যাগ ও অত্যাচার আমরা সহ্য করেছি। আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চৌমোহনী মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, হিন্দুরা বাংলাদেশে সন্তান, এই মাটির সন্তান। আপনাদের উপর আর কেউ অত্যাচার করতে পারবে না। একটা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ।
তিনি আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষের উপর নির্যাতন হতে দিব না। টেন্ডারবাজী, জমি দখল, চর দখল ও সালিশের নামে টাকা খাওয়াসহ কোন অন্যায় হতে দিব না। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ বিশ্ব বিদ্যালয়সহ ভোলার উন্নয়নের জন্য প্রথম দিনই সংসদ গরম করে ফেলবো।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জেলা বিএনপির শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাছিন বিল্লাহসহ প্রমূখরা।
বাংলাদেশ সময়: ২৩:১৬:০০ ৯ বার পঠিত