শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬



ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। আটক ফয়সাল হাসান শিশির খোসালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। সে সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাশি করে কোমর থেকে চার পিস স্বর্ণের বার ও সঙ্গে থাকা ছোট একটি স্বর্ণের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪৭   ৯ বার পঠিত