![]()
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য ধরে রেখেই মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো ম্যাচজুড়ে পিটার বাটলারের শিষ্যদের একক আধিপত্যের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ভুটানের রক্ষণভাগ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের খাতা খুলতে বাংলাদেশকে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে প্রথম গোলটিই ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। কর্নার থেকে মামনি চাকমার নেয়া বাঁ পায়ের বাঁকানো শট সরাসরি জালে জড়ালে উৎসবে মাতে বাংলাদেশ। বলটি জালে যাওয়ার আগে গোলরক্ষকের হাতে লেগেছিল কি না তা নিয়ে অস্পষ্টতা থাকলেও, সরাসরি জালে ঢোকায় এটি ‘অলিম্পিক গোল’ হিসেবেই বিবেচিত হচ্ছে।
বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ আরও দুই গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। আলপি ও মুনকিরাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় ভুটানের রক্ষণ। পঞ্চম গোল হজম করার পর ভুটান গোলরক্ষক পরিবর্তন করলেও বাংলাদেশের গোলবন্যা থামানো যায়নি।
৫৯ মিনিটে ষষ্ঠ গোলের পর ম্যাচের বাকি সময়ে আরও ছয়বার ভুটানের জাল কাঁপায় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত এক ডজন গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। পোখারার রঙ্গশালার মাঠের অবস্থা ফুটবলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ঘাসবিহীন এবড়োথেবড়ো মাঠে শুরুতে বল নিয়ন্ত্রণে বেগ পেতে হলেও দ্রুতই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় পিটার বাটলারের দল।
উল্লেখ্য, সাফের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০) পর্যায়ে এ পর্যন্ত ৬টি টুর্নামেন্টের ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে (যৌথভাবে) শিরোপা জেতা বাংলাদেশ এবারও মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:১৪ ১১ বার পঠিত