
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বাদ মাগরিব ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী’র সভাপতিত্ব উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমেন শিকদার, প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রতন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান সাজন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকা, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির, কাশীপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নূরনবী খন্দকার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক এস. এম লিটন, হারুনুর রসিক সহ কাশীপুরের সকল ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে বেশ উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফ উল্লাহ বাদল’র নিজ বাসভবনে কেক কাটেন।
বাংলাদেশ সময়: ১৮:২১:৩১ ৬১ বার পঠিত