সবচেয়ে বেশী টাকা এনেছি: শামীম ওসমান

প্রথম পাতা » নারায়ণগঞ্জ » সবচেয়ে বেশী টাকা এনেছি: শামীম ওসমান
শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭



সবচেয়ে বেশী টাকা এনেছি: শামীম ওসমাননিজের নির্বাচনী এলাকায় দেশের যে কোন আসনের বরাদ্দের চেয়ে বেশি টাকা এনেছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, আমার নির্বাচনী এলাকায় শিক্ষা, যোগাযোগ ও আইনশৃঙ্খলা এই ৩টি কাজে গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি মসজিদ, মন্দিরেও।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, বক্তাবলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, কাশীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা প্রধান প্রকৌশলী তারিক জামান প্রমুখ।

আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, ২০১৩ সাল হতে ১% হতে আদায় হলেও এ টাকা ব্যয় না হওয়ায় ২২ কোটি টাকা জমা হয়েছে। এ অর্থ আসে জমি ক্রয় বিক্রয়ের উপর ও রাজস্ব আদায়ের উপর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ণ চন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২৬   ৭২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারায়ণগঞ্জ’র আরও খবর


আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ
শীতলক্ষ্যার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিদ্ধিরগঞ্জে অবৈধ মশার কয়েল তৈরির কারখানায় অভিযান
এমপি-মন্ত্রী হলেই মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায়না - আনোয়ার হোসেন
পুলিশের দালালি করে খান যারা তারা এটা বাদ দেন - ওসি দীপক
সাংবাদিকদের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান এমপি বাবুর
নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের নতুন কার্যালয় উদ্বোধন
ফতুল্লায় শিশু ধর্ষণে বৃদ্ধ ও ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার
মদনপুর বাসষ্ট্যান্ডে আনোয়ারের নেতৃত্বে চাঁদা আদায়
আড়াইহাজারের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সেটা আর পাবো না - এমপি বাবু

আর্কাইভ