চাঁদপুরে ট্রলার ও বিপুল জালসহ ১১ জেলে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ট্রলার ও বিপুল জালসহ ১১ জেলে আটক
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



---চাঁদপুরের মা ইলিশ রক্ষা অভিযানে ট্রলার ও পাঁচ লাখ মিটার কারেন্ট জালসহ ১১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ।

বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে মেঘনা নদীর চাঁদপুর সদর ও হাইমচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় পাঁচ লাখ ছয় হাজার মিটার কারেন্ট জাল, ১৩০ কেজি ইলিশ ও একটি ইঞ্জিন চালিত জব্দ করা হয়।

আটক জেলেদেরকে দুই বছর ও এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর সদরে আটকরা হলেন- নাজমুল হোসেন (২২), ছালাউদ্দিন (২১), বিল্লাল হোসন (১৮) ও মোশারফ (২৫)। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্র্যেট নুসরাত শারমিন দুই বছর করে সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো একমাসের কারাদ- দেন। আর জেলে রফিকুল ইসলাম (৩২), মনির হোসেন (৩৮) ও এবাদুল্লাহ (৩৫)কে ১ বছর করে কারাদন্ড প্রদান দেন একই মেজিস্ট্রেট।

এ ছাড়া হাইমচর মেঘনা নদী থেকে আটক ৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জেলেরা হচ্ছেন- সরকার খানের ছেলে বাবুল খান (৫৫), আবদুল হামিদের ছেলে আনোয়ার হোসেন(৪৫), মিজান খানের ছেলে মো: সেলিম (২০), বাদশা হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার (১৯)।

এদেরকে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট মোহাম্মদ মাসুম এ কারাদ- প্রদান করেন। এদের বাড়ি সদর উপজেলার চান্দ্রা, হানারচর ও গোবিন্দিয়া এলাকায়

জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকতার উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়। ১৩০ কেজি মা ইলিশ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয় বলে জেলা মৎস্য কর্মকতা শফিকুর রহমান জানান।

তিনি আরো জানান, আগামী ২২ অক্টোরব পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৩   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ